যুক্তরাষ্ট্রে যেতে উন্মুখ তারা
যুক্তরাষ্ট্রে যেতে চাওয়া কয়েক হাজার অভিবাসনপ্রত্যাশী মানবেতর জীবনযাপন করছেন মেক্সিকোতে। কয়েকমাস ধরে অবস্থান করায় পড়ছেন নানা অসুবিধায়। রয়েছে স্বাধীনভাবে চলাফেরার নিষেধাজ্ঞা। এ সমস্যা কাটাতে মেক্সিকো সরকারের কাছে অস্থায়ী ভিসার আবেদন করেছেন অনেকে। ভিসা দেয়ার প্রতিশ্রুতি মিললেও কার্যক্রমে ধীরগতিতে অনিশ্চয়তার মুখে পড়েছেন অনেকে।
উন্নত জীবনের আশায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে চাওয়া হাজারো অভিবাসন প্রত্যাশী কয়েক মাস ধরে অবস্থান করছেন মেক্সিকোতে। অনেকেই থাকছেন খোলা আকাশের নিচে।
হাইতি, ভেনিজুয়েলা ও কিউবা থেকে আসা এসব অভিবাসন প্রত্যাশী এখন আটকা পড়েছেন মেক্সিকোর তাপাচুলা শহরে। গেল অক্টোবরে তাদের অবাধ চলাফেরায় নিষেধাজ্ঞা দিয়েছিলো মেক্সিকো প্রশাসন। যার কারণে সীমান্ত পর্যন্তও যেতে পারেননি অনেকে। এ সমস্যা নিরসনে সরকারের কাছে অস্থায়ী ভিসা চেয়ে আবেদন করেন তারা। সে আবেদনে ইতিবাচক সাড়া দেয় প্রশাসন।
ভিসা দিতে তাপাচুলা শহরের তিয়াপাস এলাকার একটি স্টেডিয়ামের বাইরে অস্থায়ী অফিস চালু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ভিসা পেলে যুক্তরাষ্ট্রে না গিয়ে অনেকে মেক্সিকোতেই থেকে যাবেন বলে জানান। তবে অভিবাসন প্রত্যাশীদের অভিযোগ, ভিসা প্রক্রিয়ার ধীরগতির কারণে অনিশ্চয়তার মুখে পড়েছেন অনেকে।
আরও পড়ুন: আফগানিস্তানকে ৫০০ কোটি রুপি সহায়তা পাকিস্তানের
অভিবাসনপ্রত্যাশী একজন বলেন, ভিসা দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। তবে অনেক সময় লাগছে। আমরা চলাফেরার স্বাধীনতা চাই। ভিসার পাশাপাশি কর্তৃপক্ষ আমাদের আরও কিছু কাগজ দেবে, যা সীমান্ত পাড় হতে প্রয়োজন হবে।
মেক্সিকো প্রশাসন জানিয়েছে, দেড় লাখ অভিবাসন প্রত্যাশী অস্থায়ী ভিসার জন্য আবেদন করেছেন। পর্যায়ক্রমে সবাইকেই দেয়া হবে। এর আগে গেল অক্টোবরে কর্তৃপক্ষ জানিয়েছিল, কেবল নারী ও শিশুদের এ ভিসা প্রদান করা হবে।
Tag: English News Featured world
No comments: