ভারতের মহারাষ্ট্র ‘বন্দুকযুদ্ধে’ ২৬ ‘নকশাল’ নিহত
ভারতের মহারাষ্ট্র রাজ্যে কথিত বন্দুকযুদ্ধে আজ শনিবার নিষিদ্ধঘোষিত ২৬ নকশাল নেতাকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী। এ সময় অস্ত্র-শস্ত্র উদ্ধার করা হয়। ছবি : পিটিআই
ভারতের মহারাষ্ট্র রাজ্যে কথিত বন্দুকযুদ্ধে নিষিদ্ধঘোষিত মাওয়ের মতাদর্শের অনুসারী (নকশাল) নেতাকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী। অপরদিকে নিরাপত্তা বাহিনীর চারজন সদস্য আহত হয়েছেন।
নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে ভারতের দ্যা হিন্দু জানিয়েছেন, রাজ্যের রাজধানী মুম্বাই থেকে ৯০০ কিলোমিটার দূরে গড়চিরৌলি জেলায় এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। মাওবাদী অধ্যুষিত রাজ্য ছত্রিশগড়ের সীমান্ত এলাকা এটি।
জেলার পুলিশ সুপার অঙ্কিত গয়াল বলেন, ‘একটি বনের মধ্য থেকে আমরা ২৬ নকশালের মরদেহ উদ্ধার করেছি।’
পুলিশ সুপার আরও বলেন, “জেলার মারদিনতলা বনের কোরচি এলাকায় আজ শনিবার সকালে অভিযান শুরু করে পুলিশের কমান্ডো দল ‘জি-৬০’। এতে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার সৌম্য মুন্ডে। এ সময় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।”
তবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি নিরাপত্তা বাহিনী। ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে শীর্ষ কোনো নাকশাল নেতাও থাকতে পারে।
নিরাপত্তা বাহিনীর আহত চার সদস্যকে চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে নাগপুরে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান অঙ্কিত গোয়াল
No comments: