ভিকির আগে যাদের সাথে ডেটিং করেছেন ক্যাটরিনা
বলিউডের অন্যতম তারকা জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। এরই মধ্যে শুরু হয়েছে তাদের বিয়ের আয়োজন। ক্যাটরিনার পছন্দ অনুযায়ী বিয়ের ভেনু ঠিক করা হয়েছে
এরই মধ্যে ভিকির সহকারীরা পৌঁছেছে রাজস্থানে। সেখানেই এক বিলাসবহুল হোটেলে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। জানা যায়, অতিথির তালিকায় রয়েছে করণ জোহর, আলি আব্বাস জাফর, কবীর খান, মিনি মাথুর, রোহিত শেট্টি, সিদ্ধার্থ মালহোত্র, কিয়ারা আদবাণী এবং বরুণ ধবনের মতো তারকারা। শোনা যাচ্ছে, ডিসেম্বরের ৭ থেকে ১২ তারিখ পর্যন্ত ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান চলবে। যদিও এ বিষয়ে এখনও মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনা।
এরই মধ্যে বিয়ের পর জুহুর একটি বিলাসবহুল ফ্ল্যাটে সংসার পাতারও নাকি পরিকল্পনা সেরে ফেলেছেন ক্যাট ও ভিকি। রাজস্থানের বহু পুরনো বরওয়াড়া দুর্গে তাদের ডেস্টিনেশন বিয়ে হবে। অন্তত ৭০০ বছরের প্রাচীন সেই দুর্গ এখন বিলাসবহুল রিসোর্ট। ১৪ শতকে চৌহানদের হাতে তৈরি হয়েছিল এই বরওয়াড়া দুর্গ।
বিয়ের পোশাক ও গয়না ডিজাইন করিয়েছেন ভারতের নাম করা পোশাক ডিজাইনার সব্য সাচীকে দিয়ে। একই সঙ্গে ভিকির পোশাকের ডিজাইনও করেছেন তিনি।
ক্যাটের প্রেম কাহিনী নিয়ে কথা বললে প্রথমে যার নাম আসে তিনি আর কেউ নন বলিউডের ভাইজান সালমান খান। ২০০৩ সালে বলিউডে ক্যাটের অভিষেক হয়। তারপর থেকে ২০১০ সাল পর্যন্ত সালমনের সঙ্গেই ছিলেন তিনি। দীর্ঘ ৭ বছর একে অপরের সঙ্গে প্রেম করেছেন।
আরও পড়ুন: প্রথম দেখায় দীপিকার প্রেমে পড়েছিলেন রণবীর!
সালমানের সঙ্গে বিচ্ছেদের পর মাল্যের ছেলে সিদ্ধার্থের সঙ্গে ক্যাটরিনার নাম জড়িয়ে পড়েছিল। একই সঙ্গে দু’জনকে প্রায়ই দেখা যেত তখন। বিশেষ করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের আইপিএল ম্যাচে দু’জনে পাশাপাশি ক্যামেরাবন্দি হতেন।
তবে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। এর পরেই তার জীবনে আসে রণবীর কাপুর। সেই সময়ের অন্যতম চর্চার বিষয় ছিল ক্যাট ও রণবীরের প্রেম। কয়েক বছর তারা একসঙ্গে কাটিয়েছিলেন। প্রকাশ্যে সব সময়ই একে অপরের প্রশংসা করতেন। এমনকী তাদের বিয়ের খবরও শোনা যেত বলিউডের অন্দরে। ঠিক সে সময়ই অনুরাগীদের হতাশ করে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা।
অক্ষয় কুমারের সঙ্গে জুঁটি বেঁধে একাধিক সিনেমায় অভিনয় করেছেন ক্যাটরিনা। এক সময় তাদের দুইজনকে নিয়েও গুঞ্জন শোনা গিয়েছিল। অসংখ্য পুরুষের সঙ্গে নাম জড়ানোর পর অবশেষে মনের মতো সঙ্গীকে খুঁজে পেয়েছেন ক্যাটরিনা।
‘ফিল্মি’ ঢঙে কেকের মধ্যে আংটি লুকিয়ে ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ভিকি। সেই কেক ক্যাটরিনাকে উপহার দেন ভিকি। কেক কেটে খাওয়ার সময়ে ক্যাটরিনা সেই আংটি দেখতে পান। তাতে লেখা ছিল, ‘আমাকে বিয়ে করবে?’
২০১৯ সাল থেকে একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন তারা। তবে কেউ কখনো এসব বিষয়ে মুখ খোলেননি। এমনকি নতুন বছরে আলিবাগে বেড়াতেও গিয়েছিলেন একসঙ্গে। রাজস্থানের ‘বাঘের ডেরা’ বলে জনপ্রিয় রণথম্ভোর এখন দিন গুনছে তারকা সমাবেশের।
সূত্র: আনন্দবাজার
No comments: