বাংলাদেশ দলের ‘হতশ্রী’ পারফরম্যান্স নিয়ে যা বললেন ইনজামাম
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পরও বাংলাদেশ দল নিয়ে আশায় বুক বেঁধেছিল সমর্থকরা।
কারণ ঘরের মাঠ মিরপুরে বাঘের চরিত্রই ফুটে উঠে মাহমুদউল্লাহের দলের। কিন্তু বিশ্বকাপ ব্যর্থতার ধারাবাহিকতা বজায় থাকল ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও।
৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে টাইগাররা। ঘরের মাঠেও টাইগারদের এমন ‘হতশ্রী’ পারফরম্যান্সের জন্য আশাহত পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক।
বাংলাদেশে নতুন খেলোয়াড় আসা বন্ধ হয়ে গেছে বলেই দলটি ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছে না বলে মনে করেন এই সাবেক পাক তারকা।
নিজের ইউটিউব চ্যানেলে সদ্য সমাপ্ত বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে ইনজামাম বলেন, ‘পাকিস্তান ৩-০ জিতবে এটা স্বাভাবিকই মনে হচ্ছিল। তবে আমি আশা করেছিলাম, নিজেদের ঘরের মাঠে বাংলাদেশ আরও কঠিন পরীক্ষা নেবে। ভেবেছিলাম, বিশ্বকাপের অমন পারফরম্যান্সের তারা হয়তো কিছু শিখেছে, তাই উইকেটগুলো আরও ভালো করবে। কিন্তু এমন কোনো পরিবর্তন দেখা যায়নি।’
বাংলাদেশ দলের সেরা দুই তারকা সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমদের অভাব পুরণ করতে পারেনি দলের নতুন সদস্যরা।
এমনটা ধারণা ইনজামামের।
বললেন, ‘আমি যদি বাংলাদেশের দিক থেকে চিন্তা করি, তাদের ২-৩ জন পুরোনো খেলোয়াড় খেলেনি। তবু তারা নিজেদের উইকেট ভালো করেনি, কন্ডিশন ভালো করেনি, টুর্নামেন্টও ভালো করেনি। তো আমি দেখছি যে, তাদের নতুন খেলোয়াড় আসা বন্ধ হয়ে গেছে।’
দলের তরুণরা ভালো পারফর্ম করছে না বলে মন্তব্য ইনজামামের। বললেন, ‘পাঁচ-ছয় বছর আগে তাদের যে পেসাররা এসেছে, তারাই খেলছে। তখনকার খেলোয়াড়রাই ভালো করছে। নতুন খেলোয়াড়দের মধ্যে এমন পারফরমার নেই, যারা কাউকে মুগ্ধ করতে পারে। সবই আগের খেলোয়াড়। আমি মনে করি, বাংলাদেশকে এ বিষয়টি নিয়ে ভাবতে হবে।’
Tag: English News games world
No comments: