শনাক্তের শীর্ষে ব্রিটেন, সর্বোচ্চ মৃত্যু রাশিয়ায়
করোনাভাইরাসের প্রকোপে বিশ্বে মোট প্রাণহানি ৫২ লাখের কাছাকাছি। ২৬ কোটি ছাড়ালো সংক্রমণ শনাক্ত।
প্রায় একমাস পর দৈনিক প্রাণহানি সাড়ে ৬ হাজার দেখলো বিশ্ব। দিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে রাশিয়ায়। ১২শ’র বেশি মানুষ মৃত্যুবরণ করেছে দেশটিতে।
সংক্রমণ শনাক্তের শীর্ষে ব্রিটেন। একদিনে দেশটির ৪৭ হাজারের বেশি মানুষের শরীরে নতুনভাবে মিললো ভাইরাসটি। এদিন ইউক্রেনে ৬২৮, পোল্যান্ডে ৪৯৭, মেক্সিকো ও জার্মানিতে তিন শতাধিক এবং যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও তুরস্কে আড়াইশোর বেশি মানুষের মৃত্যু লিপিবদ্ধ করা হয়েছে করোনায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ, লকডাউন এবং কঠোর বিধিনিষেধ আরোপের পরও মহামারির চতুর্থ ঢেউয়ের মুখোমুখি ইউরোপ।
Tag: English News lid news world
No comments: