অস্ট্রেলিয়াকে ১৭৩ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড
শেষ ওভারে এসে কিছুটা ছন্দ খুঁজে পেয়েছেন মিচেল স্টার্ক। আগের তিন ওভারে ৫০ রান দেওয়া অস্ট্রেলিয়ান বাঁহাতি ফাস্ট বোলার শেষ ওভারে দিয়েছেন ১০ রান। প্রথম বলে অবশ্য ইয়র্কার দেওয়ার চেষ্টায় সফল হতে পারেননি স্টার্ক, সেই বলে বাউন্ডারি মেরেছেন সাইফার্ট। কিন্তু পরের পাঁচ বলে মাত্র ৬ রান দিয়েছেন স্টার্ক।
নিউজিল্যান্ড ইনিংস শেষ করেছে ৪ উইকেটে ১৭২ রান নিয়ে। সেটি তাড়া করে বিশ্বকাপ জিততে পারবে অস্ট্রেলিয়া?
২১: ৩৬, নভেম্বর ১৪
বেঁচে গেলেন নিশাম
শেষ বলে ডিপ মিডউইকেটে মেরে দুই রান নিতে গিয়েছিলেন জিমি নিশাম। তাঁর শটের গতি ছিল অনেক, দুই রান নেওয়া ঝুঁকিপূর্ণই ছিল। মিডউইকেট থেকে ফিল্ডারের থ্রো ধরে অস্ট্রেলিয়ান উইকেটকিপার ওয়েড যখন স্টাম্প ভাঙলেন, নিশাম ক্রিজে পৌঁছাতে পেরেছেন কি না, তা নিয়ে শঙ্কা ছিল। কিন্তু তৃতীয় আম্পায়ারের রিভিউতে দেখা গেল, নিশাম বেঁচে গেছেন।
কামিন্সের করা ওভারটির তৃতীয় বলে বোলারের মাথার ওপর দিয়ে দারুণ একটা ছক্কা মেরেছিলেন নিশাম। ওভারে এসেছে ১৩ রান। ১৯ ওভার শেষে নিউজিল্যান্ড ৪ উইকেটে ১৬২। শেষ ওভারে কত রান নিতে পারবে নিউজিল্যান্ড? ১৮০ পেরোতে পারবে? এই মাঠে আগের ২০ বারে যে দল আগে ব্যাট করে ১৮০ রান করেছে, কোনো বারই হারেনি!
Tag: English News games lid news world
No comments: