টাকার অভাবে থমকে চিকিৎসা, জনপ্রিয় কোরিওগ্রাফারকে আর্থিক সাহায্য় সোনুর
করোনা আক্রান্ত কোরিওগ্রাফারের অবস্থা আশঙ্কাজনক
Sonu Sood: টাকার অভাবে থমকে চিকিৎসা, জনপ্রিয় কোরিওগ্রাফারকে আর্থিক সাহায্য় সোনুর
নিজস্ব প্রতিবেদন: আবারও সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। এবার তিনি পাশে দাঁড়ালেন জনপ্রিয় কোরিওগ্রাফার শিবা শঙ্করের (Shiva Shankar)। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন এই কোরিওগ্রাফার। কিন্তু টাকার কারণে আটকে ছিল তাঁর চিকিৎসা। এবার তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন সোনু সুদ। সম্প্রতি একটি টুইট করে সোনু জানান যে ইতিমধ্যেই শিবা শঙ্করের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি।
টুইটে সোনু লিখেছেন যে, শিবা শঙ্করের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তিনি হাসপাতালে ভর্তি। কিন্তু তাঁর চিকিৎসার বিল মেটাতে পারছে না তাঁর পরিবার। পাশাপাশি সোনু জানিয়েছেন যে তিনি শিবা শঙ্করকে বাঁচাতে তাঁর সাধ্যমত চেষ্টা করবেন। সোনুর পাশাপাশি শিবার পাশে দাঁড়িয়েছেন চিরঞ্জীবি, ধনুষ সহ একাধিক তারকা। দক্ষিণের অন্যতম জনপ্রিয় কোরিওগ্রাফার তিনি। শিবা শঙ্করের পরিবারের তরফ থেকে জানানো হয়, ইতিমধ্যেই তাঁদের ৩ লক্ষ টাকা দিয়েছেন চিরঞ্জীবি।
No comments: