ভিকি-ক্যাটরিনার বিয়েতে অতিথি হবেন কারা?
ইতোমধ্যে শুরু হয়ে গেছে বলিউড অভিনেতা ভিকি কৌশল এবং অভিনেত্রী ক্যাটরিনা কইফের বিয়ের তোড়জোড়। রাজস্থানে পৌঁছে গেছেন ভিকির সহকারীরা। সেখানেই তাদের বিয়ে হওয়ার কথা রয়েছে। জানা গেছে, তাদের বিয়েতে বলিউড তারকাদের মেলা বসতে যাচ্ছে!
ভিকি-ক্যাটরিনার বিয়েতে আমন্ত্রিত অতিথিদের তালিকায় কারা থাকছেন?
শোনা যাচ্ছে, ভিকি-ক্যাটরিনার বিয়ের অতিথির তালিকায় রয়েছেন— করণ জোহর, আলি আব্বাস জাফর, কবীর খান, মিনি মাথুর, রোহিত শেটি, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদবাণী ও বরুণ ধাওয়ানের মতো তারকারা।
রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস ফোর্ট হোটেলে বসতে চলেছে বিয়ের আসর। ৭ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান চলবে বলে শোনা যাচ্ছে।
বিয়ের জন্যে ইতিমধ্যেই ৭০০ বছরের পুরনো এই দুর্গ হোটেল পুরোপুরি বুকিং করে নেওয়া হয়েছে। কারণ, দুই পরিবারেরই একাধিক আত্মীয় নভেম্বরের শেষেই চলে আসবেন রাজস্থানে। তারা সেখানেই থাকবেন। একাধিক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে নিযুক্ত করা হয়েছে এই বিয়ের অনুষ্ঠান করার জন্য।
যদিও এ বিষয়ে এখনও মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনার কেউ।
Tag: Entertainment
No comments: