শিরোনাম

Sponsor



Slider

  1. 1
  2. 2
  3. 3
  4. 4

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » মাংস বিতর্কে উত্তাল ভারতীয় ক্রিকেট, কানপুর টেস্টের আগে মুখ খুলল বিসিসিআই




নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুরে প্রথম টেস্টের আগে শুরু হয়েছে মাংস বিতর্ক। সেই বিতর্ক নিয়ে মুখ খুলল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই-এর কোষাধ্যক্ষ অরুণ ধূমল জানালেন, কোন ক্রিকেটার কী খাবেন তা নিয়ে কোনও নির্দেশিকা দেয়নি বোর্ড। সংবাদমাধ্যমে অরুণ বলেন, ‘‘ক্রিকেটারদের খাদ্যতালিকা নিয়ে বিসিসিআই কোনও দিন নাক গলায় না। আমি জানি না এই সিদ্ধান্ত কবে নেওয়া হয়েছে বা আদৌ নেওয়া হয়েছে কি না। আমরা কোনও খাদ্যতালিকা দিইনি। প্রত্যেক ক্রিকেটার নিজের ইচ্ছা অনুযায়ী খাবার খান। সেখানে বিসিসিআই-এর কোনও ভূমিকা নেই।’’ কোনও ক্রিকেটার ব্যক্তিগত কারণে হালাল করা মাংস খেতে চাইতে পারেন বলে জানিয়েছেন অরুণ। তিনি বলেন, ‘‘কোনও ক্রিকেটার ইচ্ছা করলে হালাল করা মাংস খেতে পারেন। যেমন অনেক সময় বিদেশি দল এলে কোনও ক্রিকেটার আবেদন করেন তাঁর খাবার জন্য অন্যদের সঙ্গে মিশিয়ে ফেলা না হয়। তবে বিসিসিআই-এর সামনে কোনও দিন হালাল করা মাংস নিয়ে কোনও ঘটনা আসেনি।’’ বিরাটহীন টেস্ট দলে বৃহস্পতিবার তাঁর বদলে কে? দেখে নিন ভারতের সম্ভাব্য একাদশ দেশে সিরিজ হোক বা বিদেশ সফর, বরাবর ক্রিকেটারদের ইচ্ছা অনুযায়ী তাঁদের খাবার খাওয়ার স্বাধীনতা দিয়েছে বোর্ড, এমনটাই জানিয়েছেন অরুণ। তিনি বলেন, ‘‘ক্রিকেটাররা নিরামিষ খাবেন বা আমিষ খাবেন সেটা তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি জানি না এই ধরনের বিতর্ক কেন হচ্ছে। ক্রিকেটারদের সব ধরনের স্বাধীনতা দেয় বিসিসিআই।’’ Ads by কানপুরে প্রথম টেস্টের আটচল্লিশ ঘণ্টা আগে শুরু হয় বিতর্ক। টেস্ট ম্যাচ চলাকালীন ক্রিকেটারদের খাদ্যতালিকায় শুধু হালাল করা মাংস রাখা হয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআই-এর খবর। গরু বা শুয়োরের মাংস রাখা হয়নি খাদ্যতালিকায়। গোটা ঘটনায় অনেক মহলেই বিস্ময়ের সৃষ্টি হয়েছে কারণ এ ভাবে ভারতীয় ড্রেসিংরুমে কখনও খাদ্যতালিকায় বিধিনিষেধ চেপেছে বলে শোনা যায়নি। এই নির্দেশের কথা জানাজানি হওয়ার পরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বিতর্কও শুরু হয়েছে। সব চেয়ে বড় কথা, কী ভাবে এই নির্দেশ ভারতীয় দলের কাছে পৌঁছল, তা নিয়েও পরিষ্কার ধারণা দিতে পারছেন না কেউ।






«
Next
ভিখারির মত কাজ খুজতেন শহিদ কাপুর
»
Previous
কুমিল্লায় জোড়া খুন: সুমন গ্রেপ্তার
Pages 22123456 »

No comments:

Leave a Reply