অস্ট্রেলিয়ার নতুন নেতা প্যাট কামিন্স, অজিদের ক্রিকেট ইতিহাসে প্রথম বোলার অধিনায়ক
অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক হলেন প্যাট কামিন্স। আগামী অ্যাশেজ সিরিজে তিনিই অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন। সহ-অধিনায়ক হয়েছেন স্টিভ স্মিথ। যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার পর টিম পেন অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। আপাতত ক্রিকেট থেকেই সরে দাঁড়িয়েছেন তিনি।
কামিন্স অস্ট্রেলিয়ার ৪৭তম টেস্ট অধিনায়ক হলেন। এই প্রথম কোনও বোলার পাকাপাকি ভাবে অস্ট্রেলিয়ার টেস্ট দলের নেতৃত্ব দেবেন। প্রায় দু’ বছর ধরে তিনি অস্ট্রেলিয়ার সহ-অধিনায়কের দায়িত্ব সামলেছেন।
আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা এই জোরে বোলার বলেছেন, ‘‘সামনেই বিরাট অ্যাশেজ সিরিজ। তার আগে অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক হতে পেরে আমি সম্মানিত। আশা করব গত কয়েক বছরে টিম (পেন) যে ধরনের নেতৃত্ব আমাদের দিতে পেরেছে, আমিও সেটা দিতে পারব। এই দলে আমি, স্টিভ (স্মিথ)-সহ অনেক সিনিয়র ক্রিকেটার আছে। অনেক নতুন প্রতিভাও আছে। আমরা শক্তিশালী একটা দল হিসেবেই খেলব। এটা একটা অপ্রত্যাশিত সুযোগ। এই সুযোগ পাওয়ার জন্য আমি কৃতজ্ঞ।’’
Tag: English News games world
No comments: