সিরিয়ায় মার্কিন সেই হামলায় নিহত হয় ৬৪ নারী ও শিশু
সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ের সময় ২০১৯ সালে চালানো মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলায় ৬৪ জন নারী ও শিশু নিহত হয়েছিলেন, যা একটি সম্ভাব্য যুদ্ধাপরাধ। এই হামলার তথ্য গোপন করেছিল যুক্তরাষ্ট্র।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের বরাতে রোববার (১৪ নভেম্বর) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
upay
প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে সিরিয়ার বাঘুজ শহরে পর পর দু’টি বিমান হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। ২০১৯ সালে চালানো এই হামলার কথা চলতি সপ্তাহে স্বীকার করে তারা। তাদের দাবি, হামলার পেছনে ন্যায়সঙ্গত যুক্তি ছিল।
হামলা চালানোর পেছনে যুক্তি হিসেবে মার্কিন সামরিক বাহিনী জানায়, সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) যোদ্ধারা ওই এলাকায় তীব্র হামলার সম্মুখীন হয়েছিল। সে সময় এসডিএফ সেখানে বেসামরিক নাগরিক ছিলেন না নিশ্চিত করায় মার্কিন সামরিক বাহিনী হামলা চালিয়েছিল।
শনিবার এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী জানায়, ২০১৯ সালে চালানো ওই বিমান হামলায় ৮০ জন নিহত হয়েছিলেন। এরমধ্যে ১৬ জন আইএস যোদ্ধা এবং চারজন বেসামরিক নাগরিক। বাকি ৬০ জনের পরিচয়ের ব্যাপারে নিশ্চিত নয় তারা। তাদের দাবি নিহত ওই ৬০ জনের বেশিরভাগই হয়তো আইএস যোদ্ধা হতে পারেন
No comments: