জিম্বাবুয়েকে উড়িয়ে বাঘিনীদের সিরিজ জয়
প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও জিম্বাবুয়ে নারী ক্রিকেট দলকে উড়িয়ে দিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। বুলাওয়েতে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ৮ উইকেটের দাপুটে জয়ের পর আজ দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে ৯ উইকেটের বড় ব্যবধানে। সেইসঙ্গে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জিতে নিল জ্যোতির দল।
শনিবার (১৩ নভেম্বর) টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে টাইগ্রেস বোলারদের তোপের মুখে পড়ে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। যার ফলে শেষ পর্যন্ত ৪৭ ওভার শেষ না হতেই সবকটি উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ের মেয়েরা। ৪৬.৪ ওভার খেলতে পারে দলটি, স্কোরে জমা হয় ১২১টি রান।
আগের ম্যাচে অবশ্য দলটি মাত্র ২৩.২ ওভার ব্যাট করতে সক্ষম হয়। ওইদিন বাংলাদেশ দলের বোলাররা মাত্র ৪৮ রানেই অলআউট করে দেন জিম্বাবুয়েকে। সেক্ষেত্রে দ্বিতীয় ম্যাচে কিছুটা উন্নতি করে স্বাগতিকরা। দলের পক্ষে এদিন সর্বোচ্চ ৩৫ রান করে অপরাজিত থাকেন নিয়াশা গোয়ানজুরা।
Tag: games
No comments: