গাংনীতে একদিনের ব্যবধানে আবারাে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত
হয়েছে। এসময় আহত হয়েছেন তার বাবা আসাদুল হক (৩৫)। আসাদুল হক গাংনী উপজেলার গােপালনগর গ্রামের বাসিন্দা।
সােমবার সকাল সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলার আড়পাড়া বাজারে হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান রােজা তার বাবার সাথে মােটরসাইকেলযােগে নানা বাড়ি বেড় গ্রাম থেকে বাড়ি ফেরার সময় আড়পাড়া বাজারে পৌঁছায়। এসময় বিপরীত দিক থেকে আসা (ইঞ্জিনচালিত যান) একটি ইটবাহী গাড়ীর সাথে ধাক্কা লাগে। ওই ধাক্কায় সড়কে ছিটকে পড়ে শিশু রােজা ও তার বাবা আসাদুল আহত হয়। স্থানীয় লােকজন তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,কর্তব্যরত ডাক্তার রােজাকে মৃত ঘােষণা করেন। আহত আসাদুলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গাংনী থানা সূত্র জানায়,লাশ উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য গতকাল রবিবার সকালে লাটা হাম্বার গাড়ীর ধাক্কায় মেহেরপুর জজ কাের্টের এক পেশকার নিহত হন। এ নিহতের একদিন পর আবারাে সড়ক দুর্ঘটনায় শিশু রােজা নিহত হলাে।
Tag: others Zilla News
No comments: