এবার আইসিসির ক্রিকেট কমিটির প্রধান সৌরভ
সাবেক তারকা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। ছবি : সংগৃহীত
এবার আইসিসিতে নতুন দায়িত্ব পেয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান হয়েছেন ভারতীয় দলের সাবেক এই অধিনায়ক। অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।
ক্রিকেটের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করে থাকে আইসিসির ক্রিকেট কমিটি। এই কমিটি আইসিসির নির্বাহী কমিটিকে সুপারিশ করে থাকে। বোর্ড সভায় তা আলোচনা করে সিদ্ধান্ত নেয় আইসিসি।
এর আগে কুম্বলে তিন মেয়াদে নয় বছর আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান ছিলেন।
সৌরভকে ক্রিকেট কমিটির প্রধান হিসেবে পেয়ে আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন সৌরভ। একজন প্রশাসক হিসেবে আমাদের ক্রিকেটকে এগিয়ে নিতে সহায়তা করবেন তিনি। আর নয় বছর ধরে নেতৃত্ব দেওয়া কুম্বলকে ধন্যবাদ জানাচ্ছি।’
সৌরভ ২০১৯ সালের অক্টোবরে বিসিসিআই সভাপতি হিসেবে কাজ করছেন। এর আগে পাঁচ বছর ছিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি।
Tag: English News games world
No comments: