সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল সলোমন আইল্যান্ডস
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ওশানিয়ার দেশ সলোমন আইল্যান্ডস। দ্বীপপুঞ্জের রাজধানীতে দু'দিনের বিক্ষোভ-সহিংসতায় সরকার পতনের হুমকি সৃষ্টি হওয়ায় সেখানে পরিস্থিতি
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। অন্যদিকে সলোমন দ্বীপপুঞ্জে চলমান সহিংসতায় নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীন।
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল সলোমন আইল্যান্ডস। স্থানীয় সময় বুধবার থেকেই নিরাপত্তা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় দ্বীপপুঞ্জের রাজধানী হোনিয়ারা। এ সময় বিভিন্ন দোকানে লুটপাট, ভাঙচুরসহ বেশ কয়েকটি বাড়িতেও অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা।
এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩৬ ঘণ্টার লকডাউন জারি করে সলোমন সরকার। তবে লকডাউন উপেক্ষা করে বৃহস্পতিবারও রাস্তায় নেমে আসেন সরকারবিরোধীরা। এ সময় 'চায়না টাউনে' বিভিন্ন মার্কেট ও একটি পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দেয় তারা।
আরও পড়ুন: বাংলাদেশের জনগণের প্রশংসা ভারতীয় সেনাপ্রধানের
এদিকে, দু'দিনের সহিংসতায় সরকার পতনের পরিস্থিতি সৃষ্টি হওয়ায় সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ পাঠানোর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রীর অনুরোধেই সেখানে শান্তিরক্ষী মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।
তিনি বলেন, অস্ট্রেলিয়া সরকার সলোমন দ্বীপপুঞ্জের অভ্যন্তরীণ বিষয়ে কখনোই হস্তক্ষেপ করবে না। এটা তাদেরই সুরাহা করতে হবে। আমরা তাদের অনুরোধে দ্বীপটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং নিরাপত্তা নিশ্চিতে শান্তিরক্ষী সেনা ও পুলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।
সলোমন দ্বীপপুঞ্জে চলমান সহিংসতায় নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
No comments: