Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » কংগ্রেসে হামলার নথি তদন্ত কমিটিকে দিতে আদালতের নির্দেশ স্থগিত




যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার ঘটনায় হোয়াইট হাউসে সংরক্ষিত নথিপত্র তদন্ত কমিটির কাছে জমা দিতে আদালতের নির্দেশ স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগ। কংগ্রেসে হামলার নথি তদন্ত কমিটিকে দিতে আদালতের নির্দেশ স্থগিত এর আগে ওই নথিপত্র তদন্ত কমিটির কাছে জমা না দিতে আদালতের কাছে আবেদন করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদালত তা প্রত্যাখান করে নথিপত্র তদন্ত কমিটির কাছে জমার নির্দেশ দিলেও স্থগিত করলেন আপিল বিভাগ। চলতি বছরের ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে নজিরবিহীন হামলা চালায় তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। ওইদিন জো বাইডেনেকে ক্যাপিটল হিলে আনুষ্ঠানিকভাবে অনুমোদনের জন্য জড়ো হয়েছিলেন মার্কিন আইপ্রণেতারা। তবে নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করে তা প্রতিহতের ঘোষণা দেন ট্রাম্প। বিক্ষোভে জড়ো হয়ে ক্যাপিটল হিলে নারকীয় তাণ্ডব চালান শত শত ট্রাম্প-সমর্থক। ইতিহাসের ন্যাক্কারজনক ওই হামলায় প্রাণ হারান এক পুলিশসহ অন্তত ৫ জন। সহিংসতায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত আটক হয়েছেন ৬৭০ জন। চলছে বিচার কাজ। হামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে একটি কমিশন গঠন করে মার্কিন কংগ্রেস। তদন্তের স্বার্থে সম্প্রতি তৎকালীন হোয়াইট হাউসের কর্মকর্তাদের ফোন কল এবং হোয়াইট হাউসের নথি তলব করে ওই কমিটি। তবে হোয়াইট হাউসের সংরক্ষণ করা নথি তদন্ত কমিটির কাছে জমা না দিতে গত বুধবার আদালতে আবেদন করেন ডোনাল্ড ট্রাম্প। আরও পড়ুন: জলবায়ু নিয়ে ট্রাম্পকে দুষলেন ওবামা এতে বলা হয়, হোয়াইট হাউসে সংরক্ষিত নথি তদন্ত কমিটির কাছে জমা দেওয়া হলে রাষ্ট্রীয় অনেক গোপন তথ্য ফাঁস হতে পারে। তবে ট্রাম্পের আবেদন প্রত্যাখান করে হোয়াইট হাউসের নথিপত্র তদন্ত কমিটির কাছে জমা দেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনের তৎকালীন কর্মকর্তাদের তৎপরতা এবং পদক্ষেপ তদন্তের নির্দেশ দেন আদালত। পরে আদালতের ওই আদেশের বিরুদ্ধে আপিল করলেন ট্রাম্প। বৃহস্পতিবার আদালতের নির্দেশ স্থগিত করেন আপিল বিভাগ। নথিপত্র জমা না দিলেও ট্রাম্পের ঘনিষ্ঠজনদের শুনানিতে ডাকতে কোনো বাধা নেই হলে জানান আপিল বিভাগ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply