যুক্তরাষ্ট্র দুর্বল গণতন্ত্রের দেশগুলোকে ডেকেছে : পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্র গণতন্ত্র সম্মেলনে যেসব দেশ গণতন্ত্রের দিক থেকে দুর্বল হয়তো তাদের ডাক দিয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক কনফারেন্স শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
upay
আবদুল মোমেন বলেন, তারা দুই পর্বে সম্মেলন করবে বলেছে। প্রথমে কয়েকটি দেশকে, যারা গণতান্ত্রিক দিক থেকে খুবই দুর্বল তাদের। আমাদের বাদ দিয়েছে সেটা আমি বলি না। হয়তো পরে তারা আমাদের বলবে।
সেসময় যুক্তরাষ্ট্রের থেকে গণতন্ত্র শেখার কিছু নেই বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, গত কয়েক বছর ধরে আমাদের গণতন্ত্র স্থিতিশীল। দেশে অত্যন্ত স্বচ্ছ গণতন্ত্র আছে। এখানে ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হয়। প্রতিবেশী মিয়ানমার ও আফগানিস্তানে নির্বাচন হলো অনেকগুলো লোককে ভোট দিতে দিল না। সেদিক থেকে আমরা অনেক অগ্রসর।
Tag: English News lid news national
No comments: