যুক্তরাষ্ট্রে শিশুসহ ৫ জনের মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বাসা থেকে গুলিবিদ্ধ অবস্থায় চার শিশুসহ ৫ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় হত্যায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তি ওই চার শিশুর বাবা। স্থানীয় সময় রোববার (২৮ নভেম্বর) ল্যানকাস্টার এর একটি বাসা থেকে চার শিশু ও এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: ওমিক্রন: সব দেশকে সতর্ক করে ৫ তথ্য দিল ডব্লিউএইচও
লাশগুলো ট্রাকে করে নিয়ে পালানোর চেষ্টা করছিল শিশুদের বাবা গার্মাকাস ডেভিড। তবে সে পালানোর আগেই পুলিশ পৌঁছে গেলে তার সে চেষ্টা ব্যর্থ হয়।
এক প্রত্যক্ষদর্শী বলেন, আমরা চিৎকার শুনে গিয়ে দেখি ফ্লোরে মরদেহ পড়ে আছে। পরে পুলিশ এসে ওই ব্যক্তিকে ধরে।
ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড তা জানা যায়নি। তবে পারিবারিক কলহের কারণে এমনটা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
Tag: English News Featured world
No comments: