শিক্ষার্থীদের হাফ ভাড়া নিয়ে বৈঠক ‘বিফলে’
গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবিতে টানা কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা।
এরই পরিপ্রেক্ষিতে বিআরটিএয়ের সঙ্গে শিক্ষা, স্বরাষ্ট্র ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের যৌথ সভা হলেও কোনো সিদ্ধান্ত আসেনি। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে বিআরটিএ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: বাসে হাফ ভাড়া নেওয়ার সুযোগ নেই: এনায়েত উল্লাহ
সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ানোর পর গণপরিবহনেও ভাড়া বাড়ানো হয়। নানাভাবে সাধারণ মানুষ এর প্রতিবাদ করে আসছে। তবুও বহাল থাকে নতুন ভাড়া। এ অবস্থায় গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবিতে টানা কয়েকদিন ধরে আন্দোলন করছে শিক্ষার্থীরা।
আন্দোলনের মুখে আজ বৃহস্পতিবার বিকেলে শিক্ষা, স্বরাষ্ট্র ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। তবে, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ হয়।
এক সপ্তাহের মধ্যে বাস মালিকদের সঙ্গে বৈঠকের কথা জানিয়ে শিক্ষার্থীদেরকে আন্দোলন বন্ধের আহ্বান জানান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলামের সভাপতিত্বে এতে অংশ নেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। এছাড়াও সভায় অংশ নেন পরিবহন মালিক সমিতির প্রতিনিধি ও শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিরা।
এরইমধ্যে এটির যৌক্তিক সমাধানের আশ্বাস দিয়েছেন খোদ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, শিগগির সরকার এ বিষয়ে যৌক্তিক সমাধান করবে।
শিক্ষার্থীদের জন্য যৌক্তিক বাসভাড়া নির্ধারণে বাস মালিক শ্রমিকদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।
বিশ্বের অনেক দেশেই শিক্ষার্থীরা এ ধরনের সুযোগ পেয়ে থাকেন উল্লেখ করে, এ সমস্যার দ্রুত সমাধানের নির্দেশনা দেন ওবায়দুল কাদের।
Tag: English News national
No comments: