করোনার চতুর্থ ঢেউয়ের মুখে জার্মানি, টিকা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি
জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেন্স স্পান। ছবি : সংগৃহীত
ইউরোপজুড়ে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। ফলে কোভিড-১৯ টিকাদানের গুরুত্বারোপ করতে গিয়ে সর্বোচ্চ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেন্স স্পান। তিনি বলেছেন, ‘এই শীতের শেষ নাগাদ, জার্মানির সবাই হয় টিকা নিয়ে সুস্থ হয়ে উঠবে, নতুবা মারা যাবে।’ বিবিসির প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
জার্মানির রাজধানী বার্লিনে সোমবার এক সংবাদ সম্মেলনে এমনটি বলেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী জেন্স স্পান।
করোনার চতুর্থ ঢেউয়ের সম্মুখীন হতে চলেছে জার্মানি। দ্রুত সংক্রমণ বাড়ছে, অনেকগুলো হাসপাতাল এরই মধ্যে রোগীতে পরিপূর্ণ হয়ে গিয়েছে। সম্প্রতি রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞেরা বলছেন, চতুর্থ ঢেউ আগেরগুলোর চেয়ে মারাত্মক হতে পারে।
গত ২৪ ঘণ্টায় জার্মানিতে ৩০ হাজার ৬৪৩ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। আগের সপ্তাহে একই দিনে এই সংখ্যা সাত হাজার কম ছিল।
জার্মানির স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ব্যাপকভাবে সংক্রামক ডেল্টা ভ্যারিয়্যান্ট সম্প্রতি এতটাই আগ্রাসী যে, আগামী কয়েক মাসের মধ্যে যারা টিকা না নিয়ে থাকবে তারা আক্রান্ত হবে এবং তাদের সুরক্ষায় ঘাটতি রয়ে যাবে।’
জার্মানির স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘স্বাধীনতা মানে দায়িত্বশীল হওয়া। টিকা নেওয়ার মধ্য দিয়ে সমাজের প্রতি দায়িত্ববোধের ব্যাপার রয়েছে।’
জার্মানিতে প্রস্তুত করা ফাইজার-বায়োএনটেকের টিকার প্রতি সবার আগ্রহ থাকায় অন্যান্য টিকা মেয়াদোত্তীর্ণ হতে চলেছে দেশটিতে। স্বাস্থ্যমন্ত্রী জেন্স স্পান জানান, এক কোটি ৬০ লাখ মডার্নার টিকা আগামী মাসের মধ্যে ব্যবহার না করা হলে মেয়াদোত্তীর্ণ হয়ে যাবে।
এদিকে পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে টিকাদানের হারে সর্বনিম্ন দেশগুলোর তালিকায় রয়েছে জার্মানির নাম। দেশটির ৬৮ শতাংশ মানুষ পূর্ণডোজ টিকা নিয়েছেন।
মহামারির শুরু থেকে করোনায় জার্মানিতে ৯৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ৫৪ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে।
Tag: English News Featured world
No comments: