কারাগারেই বিয়ে করতে যাচ্ছেন অ্যাসাঞ্জ
যুক্তরাজ্যে কারাগারেই বিয়ের অনুমতি পেলেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। দীর্ঘদিনের সঙ্গী স্টেলা মরিসকে বিয়ে করতে যাচ্ছেন তিনি।
কারাগারেই বিয়ে করতে যাচ্ছেন অ্যাসাঞ্জ
সম্প্রতি কারাগারে বিয়ের অনুমতি চেয়ে কারা গভর্নরের কাছে আবেদন করেছিলেন জুলিয়ান। কারা কর্তৃপক্ষ জানায়, সাধারণ কয়েদিদের মতোই অ্যাসাঞ্জের বিয়ের আবেদন মঞ্জুর করা হয়েছে।
২০১১ সাল থেকে পরিচয়। তারপর প্রেম। ইকুয়েডর দূতাবাসে থাকাকালীন প্রায় প্রতিদিনই জুলিয়ানকে দেখতে যেতেন স্টেলা।
সেসময় জুলিয়ানের আইনজীবী হিসেবে কাজ করছিলেন তিনি। বলা যায়, জুলিয়ানের সব সুখ-দুখের সঙ্গী স্টেলা। এর দুই বছর পর বাগদান সম্পন্ন হয় তাদের।
নিজের মুখেই এক সাক্ষাতকারে এসব জানিয়েছিলেন স্টেলা মরিস। এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা।
বর্তমানে যুক্তরাজ্যের বেলমার্শ কারাগারে বন্দী রয়েছেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। সেখানেই বিয়ের কাজ সম্পন্ন করবেন জুলিয়ান-স্টেলা।
সম্প্রতি কারাগারে বিয়ের অনুমতি চেয়ে কারা গভর্নরের কাছে অনুমতি চেয়েছিলেন পঞ্চাশ বছর বয়সী জুলিয়ান। অন্য সব সাধারণ কয়েদিদের মতই তার বিয়ের বিষয়টি আমলে নেন কারা কর্তৃপক্ষ। কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই কারাগারে নিজ খরচে বিয়ে করতে পারবেন তিনি।
আরও পড়ুন: জুলিয়ান অ্যাসাঞ্জকে পেতে মরিয়া যুক্তরাষ্ট্র
মার্কিন গোপন নথি ফাঁস করে রীতিমত হইচই ফেলে দিয়েছিলেন জুলিয়ান অ্যাসাঞ্জ। এরপর যুক্তরাষ্ট্রে প্রচলিত গুপ্তচরবৃত্তি আইনে মামলা করা হয় তার বিরুদ্ধে। ২০১২ সাল থেকে ইকুয়েডর দূতাবাসের আশ্রয়ে ছিলেন তিনি। এরপর ২০১৯ সালে জামিনের শর্ত ভঙ্গে তাকে গ্রেফতার করে যুক্তরাজ্য পুলিশ। তখন থেকেই বেলমার্শ কারাগারে বন্দী জুলিয়ান।
Tag: English News Featured world
No comments: