জেরুজালেমের ওল্ড সিটিতে গুলি, নিহত ১
জেরুজালেমের ওল্ড সিটিতে বন্দুকধারীর হামলায় অন্তত ১ জন নিহত হয়েছেন।
আহত হয়েছেন চারজন। পরে ইসরায়েলি বাহিনীর পাল্টা গুলিতে ওই হামলাকারী নিহত হয়।
ইসরায়েলি নিরাপত্তা বাহিনী জানায়, রোববার সকালে জেরুজালেমের ইহুদিদের উপসনাকেন্দ্র টেম্পল মাউন্টের প্রধান গেটে সেমি অটো রাইফেল নিয়ে অতর্কিত গুলি চালায় এক বন্দুকধারী। এতে বেশ কয়েকজন হতাহত হয়।
আরও পড়ুন: ভারতের অরুণাচল দখল করল চীন!
নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে ঘটনাস্থলেই নিহত হয় ওই অস্ত্রধারী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে দুজন ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নাফতারী বেনেট। হামলাকারী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাসের সদস্য বলে দাবি করেছে তেল আবিব। তার নাম ফাদি আবু শেখদাম।
ওই ব্যক্তি পুর্ব জেরুজালের বাসিন্দা। এ ঘটনার পর টেম্পল মাউন্টে ইহুদিদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। হামলার পরপরই ঘটনাস্থল পরিদর্শনে যান ইসরাইলি স্বরাষ্ট্রমন্ত্রী।
Tag: English News lid news world
No comments: