ইতালিতে আফ্রিকান ভ্যারিয়েন্টের আতঙ্ক
ইতালিতে করোনাভাইরাস আফ্রিকান ভ্যারিয়েন্টের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আফ্রিকার সাতটি দেশের নাগরিকদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। এদিকে ৬ ডিসেম্বর থেকে আবারও খোলা স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে।
ইতালিসহ ইউরোপের দেশগুলোতে আবারো করোনা ভয়াবহ রূপ ধারণ করেছে। ইতালিতে প্রায় এক মাস ধরে করোনায় আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। মৃতের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। এরমধ্যেই নতুন করে আফ্রিকার ভ্যারিয়েন্টের দাপট শুরু হয়ে দেশে দেশে। সংক্রমণ বাড়তে থাকলে আগের মতো বাংলাদেশিদেরও ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে আশঙ্কা প্রবাসীদের।
আরও পড়ুন: জার্মানিতে নতুন রাজনৈতিক জোট
স্বাস্থ্য মন্ত্রণালয় আগেই ঘোষণা করেছিল, বড়দিন উপলক্ষে রাজধানী রোমে সতর্কতা জারি করা হবে। এরই মধ্যে ইতালির দুটি অঞ্চল রেড জোনে পরিণত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ইতালিতে ১৩ হাজার ৬৮৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫১ জন।
Tag: English News Featured world
No comments: