তালিবানকে ভিতর থেকে দুর্বল করে দিতে তালিব-বিরোধী জঙ্গিদের কাজে লাগাচ্ছে আইএসআই!
।
ছোট ছোট জঙ্গি সংগঠনগুলিকে তালিবানের বিরুদ্ধে হাতিয়ার করে তাদের দুর্বল করে দিতে চাইছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। সম্প্রতি এক প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, ছোট ছোট এই জঙ্গি দলগুলি আরও নৃশংস, গোঁড়া এবং তালিবানের ঘোর বিরোধী। এই ধরনের জঙ্গিদের কাজে লাগিয়ে তালিবানকে ভিতর থেকে দুর্বল করার কাজ শুরু করে দিয়েছে আইএসআই।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২০-তে তৈরি ইসলামিক ইনভিটেশন অ্যালায়েন্স (আইআইএ) নামে একটি সংগঠনকে আর্থিক মদত দিচ্ছে আইএসআই। মূলত আফগানিস্তানে তালিবানকে ক্ষমতায় আনার জন্য এই সংগঠনকে মদত করেছে পাক গুপ্তচর সংস্থা। কিন্তু এখন সেই সংগঠনকেই তালিবানের বিরুদ্ধে হাতিয়ার করছে আইএসআই।
No comments: