টি-টোয়েন্টি বিশ্বকাপ তবু গর্বিত কেইন উইলিয়ামসন
টানা তিনটা বিশ্বকাপের ফাইনালে হারের ক্ষত নিয়ে দেশে ফিরবে নিউজিল্যান্ড। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হার, ২০১৯ বিশ্বকাপে বিপক্ষে ইংল্যান্ডের কাছে হারের পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও অজিদের কাছে হারতে হলো কিউইদের।
গোটা আসরে দুর্দান্ত ছিল উইলিয়ামসন-বোল্টরা। আসরের শুরুতেই ভারতকে হারিয়ে চমক দেখায় কিউইরা। এরপর পাকিস্তানের বিপক্ষে হারলেও সুপার টুয়েলভে চার ম্যাচ জিতে সেমি ফাইনাল নিশ্চিত করে নিউজিল্যান্ড।
upay
সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আসলেও অজিদের কাছে হেরে গিয়ে হারিয়েছে শিরোপা। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এসেও সমর্থকদের হৃদয় ভেঙেছে কিউইরা।
তবে সতীর্থদের নিয়ে গর্বিত কেইন উইলিয়ামসন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেছেন, “আজ হয়নি। কিন্তু আমরা যেভাবে খেলেছি টুর্নামেন্টে, তার জন্য গর্বিত। যা কিছু করতে চেয়েছি তার প্রতি দায়বদ্ধ ছিল ছেলেরা। এখানে অনেকের হৃদয় ভেঙেছে। জয়ী দলে থাকা সবসময় সুন্দর।”
তাসমান পাড়ের দুই দেশ। দুই প্রতিবেশীর লড়াইয়ে অজীরা জিতেছে। ম্যাচ শেষে উইলিয়ামসন কৃতিত্বও দিয়েছেন প্রতিপক্ষকে।
“অস্ট্রেলিয়াকে কৃতিত্ব দিতে চাই। আমাদের বড় আশা ছিল। ভালো একটা ম্যাচ হয়েছে। এটা লড়াই করার মতো ছিল। আমরা ভালো একটা জায়গায় যেতে চেয়েছি। উইকেট ভাঙা ছিল। কিছু ভালো জুটি হয়েছে। যে লক্ষ্য দিয়েছিলাম, আমাদের মনে হয়েছে লড়াই করার মতো। এটা দারুণভাবে তাড়া করতে হতো। অস্ট্রেলিয়া দুর্দান্ত দল, তারা এটা করে ফেলেছে।”
উইলিয়ামসন আরও বলেন, “আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো সংগ্রহ করতে। অনেক দূর যেতে পারিনি যদিও। অস্ট্রেলিয়াকে কৃতিত্ব দিতে হবে। আসলে তারা যেভাবে রানটা তাড়া করেছে, আমাদের কোনো সুযোগ দেয়নি।”
Tag: English News world
No comments: