Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » অবশেষে সেঞ্চুরিয়ান আবিদকে ফেরালেন তাইজুল




বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ। ছবি : সংগৃহীত কঠিন চ‍্যালেঞ্জ নিয়ে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন মাঠে নেমেছে বাংলাদেশ। তবে, আজ রোববার দিনের শুরুটা হলো দুর্দান্ত। দিনের শুরুতেই পাকিস্তান শিবিরে জোড়া আঘাত হেনেছেন তাইজুল ইসলাম। ফিরিয়ে দিয়েছেন আবদুল্লাহ শফিক ও আজহার আলীকে। তাইজুলের পর বাবর আজমের প্রতিরোধ ভেঙেছেন মেহেদী হাসান মিরাজ। ৪৬ বলে ১০ রান করে ফিরলেন পাকিস্তানের অধিনায়ক। এরপর নিজের পরের স্পেলে বল করতে এসে আরেকটি উইকেটও তুলে নিয়েছেন তাইজুল। লাঞ্চের পর সেঞ্চুরিয়ান আবিদকেও ফিরিয়ে দিলেন তিনি। তাইজুলের বোলিংয়ে মূলত প্রথম সেশনে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। গতকাল শনিবার টেস্টের দ্বিতীয় দিন দুই সেশনে পাকিস্তানের একটিও উইকেট নিতে পারেনি বাংলাদেশ। গতকাল পাকিস্তান দ্বিতীয় দিন শেষে ৫৭ ওভারে বিনা উইকেটে ১৪৫ রান করে। দিন শেষে ১৮০ বলে ৯ চার ও দুই ছক্কায় ৯৩ রানে অপরাজিত ছিলেন আবিদ আলী। ১৬২ বলে দুটি করে ছক্কা ও চারে অভিষিক্ত আব্দুল্লাহ শফিক করেছিলেন ৫২ রান। ১৮৫ রানে এগিয়ে থেকে আজ তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। দিনের শুরুতে তাইজুল দুই উইকেট পাওয়ায় স্বস্তি ফিরেছে স্বাগতিক শিবিরে। কাল প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই দারুণ করে পাকিস্তান। অতিথিদের দুই ওপেনারকে কোনোরকম পরীক্ষাতেই ফেলতে পারেননি বাংলাদেশি বোলাররা। উল্টো বাংলাদেশি বোলারদের হতাশ করে রানের গতি সচল রেখেছেন তাঁরা। দিনের দুই সেশন মিলিয়েও পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙতে পারেনি বাংলাদেশ। এর আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩৩০ রান করে থেমেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১১৪ রান করেছেন লিটন। মুশফিকুর রহিম করেছেন ৯১ রান। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দিনের শুরুতেই ফেরেন আগের দিনের সেঞ্চুরিয়ান লিটন। হাসান আলীর বলে এলবিডব্লিউ’র শিকার হন তিনি। লিটনের বিদায়ে ভাঙে ২০৬ রানের জুটি। ২৩৩ বলে ১১ চার এবং এক ছক্কায় ১১৪ রান করে ফিরেন লিটন। এরপর ব্যাটিংয়ে নামা রাব্বি নিজের অভিষেক রাঙাতে পারেননি। হাসানের সুইংয়েই উড়ে গেল তাঁর স্টাম্প। অভিষেকে ১৯ বলে ৪ রান করেন রাব্বি। রাব্বির পর হতাশা সঙ্গী হয় মুশফিকের। সেঞ্চুরির কাছে গিয়েও পারলেন না স্পর্শ করতে। মুশফিককে কট বিহাইন্ড করে থামান ফাহিম আশরাফ। ৮২ রান নিয়ে দিন শুরু করা মুশফিক থামলেন ৯১ রানে। টেস্টে এ নিয়ে চতুর্থ বার নার্ভাস নাইন্টিজের শিকার হলেন মুশফিক। প্রথম দেড় ঘণ্টায় তিন জনকে হারানোর পর কিছুটা প্রতিরোধ গড়েন মেহেদী-তাইজুলের জুটি। তবে, সে জুটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। ফিরে যান তাইজুল। শেষদিকে মিরাজের ব্যাটে ৩৩০ রানের পুঁজি পায় বাংলাদেশ। ৬৮ বলে ৩৮ রান করেন মেহেদী মিরাজ। এর আগে গত শুক্রবার প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৫৩ রান করে বাংলাদেশ। আজ প্রথম সেশনে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে শুধু ৭৭ রান যোগ করতে পেরেছে মুমিনুল হকের দল। পাকিস্তানের হয়ে বল হাতে ৫১ রান দিয়ে পেসার হাসান নিলেন পাঁচ উইকেট। শাহীন শাহ নিয়েছেন দুটি উইকেট। সমান দুটি উইকেট নিয়েছেন ফাহিম আশরাফ। সাজিদ খানের শিকার একটি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply