মুস্তাফিজের সেই ভক্ত কারাগারে
জৈব সুরক্ষা বলয় ভেঙে মিরপুরে খেলার মাঠে ঢুকে পড়া মুস্তাফিজের ভক্ত রাসেলের সাত দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (২১ নভেম্বর) এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া।
upay
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক সঞ্জীব কুমার সরকার তার রিমান্ডের আবেদন করে রোববার (২১ নভেম্বর) আদালতে হাজির করেন।
আরও পড়ুন...মুস্তাফিজ ভক্ত রাসেলের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
রাসেলের মাঠে প্রবেশের রহস্য উদঘাটনে তাকে রিমান্ডে নিতে চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আদালতে আসামির কোনো আইনজীবী ছিল না। তবে আদালত তাকে রিমান্ডে নেওয়ার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শনিবার (২০ নভেম্বর) খেলা চলাকালে হঠাৎ রাসেল দর্শক গ্যালারির কাঁটাতারের দেয়াল টপকে ভোঁদৌড় দেন মাঠের দিকে। বেশ কয়েকজন মাঠ কর্মীকে কাটিয়ে তিনি এক দৌড়ে হাজির হন মুস্তাফিজুর রহমানের সামনে। হুট করেই লুটিয়ে পড়ে কুর্ণিশ করতে শুরু করেন 'কাটারমাস্টার' খ্যাত মুস্তাফিজকে। এরপর নিরাপত্তা কর্মীরা মাঠে এসে ওই রাসেলকে মাঠের বাইরে নিয়ে পুলিশে দেন।
Tag: English News games politics
No comments: