পোলাও, মাংস খেয়ে আবীর ঘুমলো, আমরা আড্ডা দিলাম! প্রাক জন্মদিন উদ্যাপন ফাঁস করলেন রাজ
দিন দুই আগে থেকে আবীর চট্টোপাধ্যায়ের জন্মদিনে মেতেছিল শহর কলকাতা। সৌজন্যে সস্ত্রীক রাজ চক্রবর্তী।
সম্ভবত ১৬ নভেম্বর মু্ম্বই থেকে বাড়ি ফিরেছেন আবীর। জন্মদিন উপলক্ষে। ফেরার সঙ্গে সঙ্গে তাঁকে জন্মদিনের প্রথম খাওয়া খাইয়েছেন রাজ-শুভশ্রী। নিমন্ত্রণ রক্ষা করতে সন্ধেতেই অভিনেতা সস্ত্রীক উপস্থিত ‘রাজবাড়ি’। তার পরেই দেদার আড্ডা। আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন রাজ। কী নিয়ে আড্ডা হল? নতুন ছবিতে আবার জুটি বাঁধছেন? উত্তর দিতে গিয়ে হেসে ফেলেছেন পরিচালক। জানিয়েছেন, অতিমারির খরা কাটিয়ে আবার প্রেক্ষাগৃহ খুলেছে। এখন দর্শক টানতে ‘প্রলয়’ বা ‘কাঠমুণ্ডু’-র সিক্যুয়েল দরকার। সে কথাই আলোচনায় উঠে এসেছে। জুটি বাঁধার প্রসঙ্গে রাজের দাবি, চিত্রনাট্যকার পদ্মনাভ দাশগুপ্ত যদি টানটান গল্প বুনতে পারেন তা হলে অবশ্যই আবীরকে নিয়ে ছবি হবে।
No comments: