মেহেরপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়ে মেহেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মেহেরপুর জেলা আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট মারুফ আহমেদ বিজনের নেতৃত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে এডভোকেট আনোয়ার হোসেন, ফরিদ উদ্দিন আহমেদ, এস এম সাইদুর রাজ্জাক, মোখলেছুর রহমান স্বপন প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসক বরাবর প্রধান করেন। জেলা প্রশাসক ডা. মোহাম্মদ মুনসুর আলম খান স্মারকলিপি গ্রহণ করেন।
Tag: English News others Zilla News
No comments: