প্রথমার্ধে সমতায় বাংলাদেশ-মালদ্বীপ
শ্রীলঙ্কায় চার জাতির ফুটবল টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের মুখোমুখি বাংলাদেশ। একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠের লড়াইয়ে জামাল ভূঁইয়ারা। রক্ষণে ইয়াসিন আরাফাতের বদলে খেলছে রহমত মিয়া। আর মাঝমাঠে সাদ উদ্দিনের জায়গায় হৃদয়।
কলম্বোর রেসকোর্স মাঠে ম্যাচের ১১তম মিনিটে জামাল ভূঁইয়ার গোলে লিড নেয় বাংলাদেশ। জাতীয় দলের জার্সিতে এই প্রথম গোলের দেখা পেলেন বাংলাদেশ অধিনায়ক।
যদিও লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ম্যাচের ৩২তম মিনিটে উমাইয়ের গোলে সমতায় ফেরে মালদ্বীপ। প্রথমার্ধে সমতায় দেখেই বিরতিতে যায় দুই দল।
গত অক্টোবরে মালেতে এই মালদ্বীপের কাছে ২-০ গোলে হেরে সাফ চ্যাম্পিয়নশিপে বড় ধাক্কা খায় বাংলাদেশ। নেপালের সঙ্গে শেষ ম্যাচে ড্র করায় টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল জামাল ভূঁইয়াদের। এবার শ্রীলঙ্কায় সেই মালদ্বীপের বিপক্ষে আরেকটি পরীক্ষা জামাল ভূঁইয়াদের।
চার জাতি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল সিশেলসের সঙ্গে ১-১ গোলে ড্র করায় ফাইনালে উঠতে হলে মালদ্বীপের কাছে হারা যাবে না বাংলাদেশের। হারলেই টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় থাকবে মারিও লেমোসের দল। কারণ অন্য প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। যারা কিনা এই মালদ্বীপের বিপক্ষে চার গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে সমতা এনেছিল।
Tag: games
No comments: