পঞ্চম দিনে গাজায় ইসরায়েল সেনাদের তীব্র হামলা
সংঘর্ষের পঞ্চম দিনেও হামাস রকেট আক্রমন চালিয়ে যাওয়ায় গাজায় হামলা তীব্র করেছে ইসরায়েল সেনাবাহিনী।
গাজায় বিবিসির সাংবাদিক জানান, ওখানে গানবোট, ফাইটার জেট এবং হেলিকপ্টার দিয়ে তীব্র গোলাগুলি চলে।
ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, শুক্রবারের আক্রমণে বায়ু ও স্থলবাহিনী যুক্ত ছিলো। কিন্তু তারা গাজার ভেতরে প্রবেশ করেনি।
সোমবার সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে গাজায় চালানো এই হামলায় অন্তত ১০০ জন মারা গেছে, আর ইসরায়েলে মারা গেছে ৭ জন।
করোনা মিডেল এ্যাড
একই সময়ে ইসরায়েলের ভেতরে ইহুদি ও ইসরায়েল-আরব জনতা যুদ্ধ করছে। ফলে দেশটির প্রেসিডেন্টকে গৃহযুদ্ধের বিষয়ে সতর্ক করা হচ্ছে।
শুক্রবার সকালে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, গাজায় ফিলিস্তিনি ‘জঙ্গিদের’ বিরুদ্ধে ইসরায়েলের সেনাবাহিনীর এই কাযক্রম যতদিন দরকার চলমান থাকবে। গাজায় নেতৃত্ব দেওয়া ইসলামি দল হামাসকে কড়া মূল্য দিতে হবে।
হামাস সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, হামাস ইসরায়েলকে কড়া শিক্ষা দিতে প্রস্তুত।
২০১৪ সালের পরে সংঘর্ষের এই সপ্তাহটাই গাজায় সবচেয়ে খারাপ সময়।
পূর্ব জেরুজালেমে মুসলিম ও ইহুদিদের পবিত্র স্থান আল আকসা নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলমান উত্তেজনার মধ্যে এই পাল্টাপাল্টি হামলা শুরু হয়।
Tag: English News
No comments: