ইতালিতে ভুল করে এক নারীকে ৬ ডোজ করোনার টিকা!
ইতালিতে ২৩ বছর বয়সী এক নারীকে ভুল করে ছয় ডোজ ফাইজারের কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া হয়েছে। খবর টাইমস নাও নিউজের।
খবরে বলা হয়, এক ডোজ ভ্যাকসিন দেওয়ার কথা থাকলেও নার্স ভুল করে তাকে এক শিশি ভ্যাকসিনই পুশ করেন। প্রতি শিশিতে ছয় ডোজের সমপরিমাণ ভ্যাকসিন থাকে।
এই ঘটনার পর থেকে তাকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে রাখা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে তার শরীরে কোনও সমস্যা চোখে পড়েনি। তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। পরে সোমবার তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
ইউএইচ/
Tag: English News lid news world
No comments: