ভারতে একদিনে করোনায় মারা গেছে ৪ হাজার ১২০ জন
ভারতে গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে ৩ লাখ ৬২ হাজার ৭২৭ জন আক্রান্ত এবং এ সময়ে ৪ হাজার ১২০ জনের মৃত্যু হয়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৩৭ লাখ ৩ হাজার ৬৬৫ জন এবং মৃত্যুর সংখ্যা মোট ২ লাখ ৫৮ হাজার ৩১৭ জনে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয় বৃহস্পতিবার এ কথা জানায়।
আক্রান্তদের মধ্যে ১ কোটি ৯৭ লাখ ৩৪ হাজার ৮২৩ জন করোনামুক্ত হয়েছে, মৃত্যুর হার ১.০৯ শতাংশ, সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ লাখ ১০ হাজার ৫২৫ জন, এই সংখ্যা মোট আক্রান্তের ১৫.৬৫ শতাংশ। করোনামুক্ত হওয়ার হার ৮৩.২৬শতাংশ। আইসিএমআর’র হিসাবে ভারতে ১ মে পর্যন্ত ৩০ কোটি ৯৪ লাখ ৪৮ হাজার ৫৮৫ জনের করোনার নমুনা টেস্ট হয়েছে।
Tag: English News lid news world
No comments: