বিহারের গঙ্গায় ভেসে আসছে মৃত পচা গলা দেহ
ভারতে দিনকে দিন করোনা পরিস্থিতি ভয়ানক হয়ে উঠছে। এবার ভয়াবহতা টের পাওয়া গেলো বিহারের গঙ্গায় ভেসে আসা মৃত মানুষের সারি দেখে। ভেসে আসছে একের পর এক পচাগলা মৃতদেহ। এক বা দুই নয়, একসঙ্গে ৪০-৪৫টি মানুষের লাশ।
এনডিটিভি বলছে: এই সংখ্যা বাড়তে পারে। মৃতদেহের সংখ্যা হতে পারে দেড় শতাধিক। পচাগলা দেহ ভেসে আসাকে কেন্দ্র করে বিহারের বক্সায় গঙ্গার পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক।
করোনা পরিস্থিতিতে উত্তরপ্রদেশের কাছাকাছি বিহারের সীমানায় এভাবে একসঙ্গে এত অজ্ঞাত পরিচয় মৃতদেহ ভেসে আসাতে তৈরি হয়েছে চাঞ্চল্য।
করোনা মিডেল এ্যাড
কোথা থেকে এলো একসঙ্গে এত মৃতদেহ তা নিশ্চিত হতে স্থানীয় প্রশাসন তদন্তে নেমেছে।
চৌসা জেলার কর্মকর্তা অশোক কুমার বলেন: এদিন সকালে ৪০-৫০ টি মৃতদেহ ভেসে এসেছে গঙ্গায়। মৃতদেহের অবস্থা দেখে মনে করা হচ্ছে, পাঁচ থেকে সাত দিন আগেই তাদের মৃত্যু হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যুর পর কেউ দেহগুলো গঙ্গায় ভাসিয়ে দিয়েছে।তবে এখানেই শেষ নয়, আরও মৃতদেহ ভেসে আসার সম্ভাবনা রয়েছে। কম করে ১০০-এর কাছাকাছি লাশ নদীতে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
Tag: English News world
No comments: