লা লিগায় কঠিন সমীকরণের মুখে তিন ক্লাব!
শিরোপা নিষ্পত্তির লড়াইয়ে দারুণ রোমাঞ্চ অপেক্ষা করছে লা লিগায়। ৩৫ রাউন্ড খেলা শেষ। বারবার সুযোগ নষ্ট করে কঠিন এক সমীকরণের মুখে এখন তিন ক্লাব: বার্সেলোনা, অ্যাটলেটিকো ও রিয়াল মাদ্রিদ। তিন ঘোড়ার দৌড়ে কে শেষ হাসি তা জানা যাবে আর মাত্র তিন রাউন্ড পরে।
দারুণ নাটকীয়তায় ভরা এক মৌসুম চলছে লা লিগায়। শুরুতে অ্যাটলেটিকো মাদ্রিদের একক আধিপত্য; এরপর ছন্দপতন। আর শেষদিকে রিয়াল-বার্সেলোনা ঘুরে দাঁড়ালো অবিশ্বাস্যভাবে।
সবশেষ তিন রাউন্ডে এগিয়ে যাওয়ার সুযোগ হারিয়েছে তিন ক্লাবই: ৩৩তম রাউন্ডে বার্সেলোনা, ৩৪তম রাউন্ডে অ্যাটলেটিকো আর সবশেষ রিয়াল মাদ্রিদ ৩৫তম রাউন্ডে।
লিগে ৭৭ পয়েন্ট নিয়ে এখনও টেবিলের শীর্ষে অ্যাটলেটিকো। ২ পয়েন্ট পিছিয়ে সমান ৭৫ পয়েন্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের।
তবে শিরোপা জয়ের দৌড়ে এখন সবচেয়ে সুবিধাজনক অবস্থানে ডিয়াগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ। ২০১৩-১৪ মৌসুমের পর আবরও শিরোপা জিততে তাদের দরকার শেষ তিন ম্যাচে জয়।
অন্যদিকে সমীকরণ কিছুটা কঠিন রিয়াল মাদ্রিদের জন্য। শিরোপা ধরে রাখতে শেষ তিন ম্যাচে শুধু জিতলেই হবে না, গ্যালাক্টিকোদের তাকিয়ে থাকতে হবে অ্যাটলেটিকোর পয়েন্ট হারানোর দিকে।
আর গ্রানাডার কাছে হেরে সুযোগ হারানো বার্সেলোনার জন্য শিরোপা জয়ের সমীকরণ সবচেয়ে কঠিন। জিততে হবে নিজেদের শেষ তিন ম্যাচে। পয়েন্ট হারাতে হবে অ্যাটলেটিকো ও রিয়াল দু’দলকেই।
বারবার রুপ পাল্টানো এই লিগ শেষ তিন রাউন্ডে কতটা রোমাঞ্চ জমিয়ে রেখেছে সেটাই এখন দেখার অপেক্ষা।
Tag: English News games
No comments: