Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » গ্ল্যামার ইন্ডাস্ট্রির প্রতিযোগিতাটা অন্যরকম: পায়েল ‍মুখার্জী




পায়েল মুখার্জী। সংগৃহীত ছবি: পায়েল মুখার্জী। সংগৃহীত পরিচালক অনন্য মামুনের আলোচিত সিনেমা ‘মেকআপ’। মুক্তির আগেই নেট দুনিয়ায় আলোচনার জন্ম দিয়েছে এটি। ফিল্ম ইন্ডাস্ট্রির গল্পে নির্মিত সিনেমাটি ‘প্রদর্শন অযোগ্য’ বলে উল্লেখ করেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। তারপর থেকেই মূলত আলোচনা এটি। ‘মেকআপ’ সিনেমায় সুপারস্টার ‘শাহবাজ খান’ চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। তার বিপরীতে সুপারস্টার ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করেছেন কলকাতার পায়েল মুখার্জী। তাদের সঙ্গে ‘মুন্নী’ চরিত্রে অভিনয় করেছেন নবাগতা নিপা আহমেদ রিয়েলি। তার বিপরীতে আছেন চিত্রনায়ক জিয়াউল রোশান। সিনেমাটি প্রসঙ্গে কলকাতা থেকে সময় নিউজকে পায়েল মুখার্জী বলেন, ‘মেকআপ ছবিটা আমাদের জীবনের গল্প। অনেক চরিত্রের সঙ্গে বাস্তবে এর মিল থাকতে পারে, হয়তো আছেও। কিন্তু খুব সঠিকভাবে গ্ল্যামার ইন্ডাস্ট্রিকে এখানে তুলে ধরা হয়েছে। গ্ল্যামার ইন্ডাস্ট্রি মানেই সেখানে স্বার্থ, একে অপরকে ল্যাঙ মেরে ওপরে উঠার তাগিদ থাকবে বা থাকবে না। গ্ল্যামার ইন্ডাস্ট্রির প্রতিযোগিতাটা অন্যরকম। সেগুলোকে কেন্দ্র করেই এ সিনেমার গল্প এগিয়ে গেছে।’ সেলিব্রেটি প্রডাকশনের ব্যানারে নির্মিত হয়েছে ‘মেকআপ’। অনন্য মামুনের সঙ্গে প্রথমবার কাজ করা প্রসঙ্গে পায়েল বলেন, ‘উনি (অনন্য মামুন) খুবই ভালো একজন পরিচালক। এর আগে উনার সঙ্গে একটি শো করেছিলাম। উনার সঙ্গে কাজের অভিজ্ঞতা সত্যি ভালো। পরিচালক হিসেবে উনি একজন অ্যাক্টরকে বুঝতে পারেন। খুব সুন্দর করে সিকোয়েন্স, চরিত্র ব্রিফ করে দিতেন। সিনেমাটি নিয়ে আমি আশাবাদী।’ সেন্সর বোর্ডের আপত্তি থাকার কারণে আপাতত প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না সিনেমাটি। বাধ্য হয়ে ওটিটি প্ল্যাটফর্ম আইথিয়েটারে মুক্তি পাচ্ছে এটি। রোববার (২১ মার্চ) ঠিক রাত ৮টায় মুক্তি পাবে সিনেমাটি। মাত্র ২০ টাকায় আইথিয়েটারে পুরো সিনেমাটি একবার দেখতে পারবেন দর্শক। মুক্তির আগে শুক্রবার প্রিমিয়ার অনুষ্ঠানে এমনটাই জানান পরিচালক অনন্য মামুন। দর্শকদের আইথিয়েটারে সিনেমাটি দেখার অনুরোধ জানিয়ে পায়েল বলেন, ‘অনেক পরিশ্রম করে কাজটি করেছি আমরা। রামুজি ফিল্ম সিটি, কলকাতা এবং বাংলাদেশের বিভিন্ন লোকেশনে চিত্রায়ণ হয়েছে। আমার বিশ্বাস সিনেমাটি দর্শকদের ভালো লাগবে। আর দর্শক এ সিনেমাটি দেখলেই আমাদের পরিশ্রম সার্থক হবে।’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply