গাংনী উপজেলার কাষ্টদহ গ্রাম থেকে বােমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ
।
শুক্রবার সকাল সােয়া ১০টার দিকে গাংনী থানা পুলিশের এসআই জহির রায়হানের নেতৃত্বে পুলিশের একটিদল বােমা সদৃশ্য বস্তুটি উদ্ধার করে।
এসআই জহির রায়হান জানান,কাষ্টদহ গ্রামে একটি বােমা পড়ে আছে এমন সংবাদ পেয়ে পানি ও বালি ভর্তি বালতিতে করে সেটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। তবে বস্তুটি পরীক্ষার পর বলা যাবে সেটি বােমা, না অন্য কিছু। কাউকে ভয়ভীতি প্রদর্শন করার উদ্দেশ্যে কে বা কাহারা এটা রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।
Tag: others Zilla News
No comments: