৪১তম বিসিএস: প্রার্থীর তাপমাত্রা বেশি হলে অন্য হলে পরীক্ষা
স্বাস্থ্যবিধি মেনে সরকারি কর্ম কমিশন পিএসসি ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা নেবে। এই বিসিএসে অংশ নেয়ার কথা আছে ৪ লাখ ৭৫ হাজার প্রার্থীর। পিএসসি সূত্রে জানা যায়, কেন্দ্রে যদি কোনও প্রার্থীর তাপমাত্রা বেশি থাকে, তাকে অন্য হলে পরীক্ষা নেওয়ার নির্দেশনা দেওয়া আছে।
পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন জানান, যারা কেন্দ্রে থাকবেন, তাদের জন্য কিছু নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে পিএসসির ৪১তম বিসিএস কেন্দ্রের ব্যবস্থাপনায় থাকা সংশ্লিষ্টদের জন্য কিছু নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা নিশ্চিত করতে হবে প্রতিটি পরীক্ষার হলে। হলের বাইরে পরীক্ষার্থীদের হাত ধোয়ার ব্যবস্থা বা স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে। হলে প্রবেশের সময় শরীরের তাপমাত্রা পরিমাপ করার জন্য নন-কন্ট্যাক্ট ইনফ্রারেট থার্মোমিটার থাকতে হবে। প্রতিটি পরীক্ষার হলে এবং কন্ট্রোল রুমে জীবাণুনাশক ব্যবস্থা থাকতে হবে।
১১টি নির্দেশনায় বলা আছে, শিক্ষাপ্রতিষ্ঠানের সব এলাকা পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে হবে। স্বাস্থ্যবিধি পালনের বার্তাসংবলিত পোস্টার ফেস্টুনের মাধ্যমে প্রচার করতে হবে। অপেক্ষমাণ জনসমাগম নিয়ন্ত্রণ করতে হবে এবং সে ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেয়া যেতে পারে।
আরও পড়ুনঃ আজানের কারণে ঘুমাতে পারছেন না বলে অভিযোগ জানালেন উপাচার্য
শিক্ষাপ্রতিষ্ঠান ও বর্জ্য ব্যবস্থাপনার সুবিধা এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে। পরীক্ষার্থীদের কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রেখে প্রয়োজনে গোল চিহ্ন দিয়ে দাঁড়ানোর স্থান নির্দিষ্ট করে দিতে হবে। মাস্ক ছাড়া কোনও পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না। আসন ব্যবস্থায় দুজন পরীক্ষার্থীর মধ্যে কমপক্ষে তিন ফুট দূরত্ব থাকতে হবে। পরীক্ষার হলের বাইরে জনসমাবেশ পরিহার করতে হবে।
Tag: English News politics
No comments: