মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা গ্রামে অগ্নিকান্ডে তামাক পুড়ে ছাই
হয়েছে। এ ঘটনায় আনুমানিক ১ লক্ষাধিক টাকার তামাকের ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে সহড়াতলা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে কৃষক মশিউর রহমান ওরফে টেনুর তামাক ঘরে অন্ডিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ মশিউর রহমান জানান রাতে তামাক ঘরে আমি তামাক জ্বালােনা শেষে বাড়িতে আছি। বাড়ি পৌঁছানাের ১ ঘণ্টা পর প্রতিবেশীরা খবর দেয় তামাক ঘরে আগুন লেগেছে। এসময় প্রতিবেশীদের সাথে নিয়ে আগুন নেভানাের চেষ্টা করি। কিন্তু নিমিষেই আমার ১ লক্ষাধিক টাকা মূল্যের তামাক পুড়ে ছাই হয়ে যায়।
Tag: others Zilla News
No comments: