ছেলেকে প্রকাশ্যে আনলেন পিয়া জান্নাতুল
সন্তানসহ পিয়া। ফেসবুক
ছবি: সন্তানসহ পিয়া। ফেসবুক
শোবিজের আলোচিত মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল মা হয়েছেন চলতি বছর জানুয়ারি। পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন তিনি। পিয়া-ফারুক দম্পতির প্রথম সন্তানের নাম অ্যারিস হাসান।
সন্তান জন্মের তিন সপ্তাহ পর তাকে প্রকাশ্যে এনেছেন পিয়া জান্নাতুল। গত বৃস্পতিবার একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন পিয়া। মঞ্চে ছিলেন তিনি, আর অ্যারিস ছিল দর্শক সারিতে। নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছেন পিয়া নিজেই।
এদিকে মা হওয়ার পর পিয়া দ্রুত কাজে ফেরায় চমকে উঠেছেন অনেকে। মাত্র তিন সপ্তাহের মধ্যে নিজেকে ফিট করলেন কীভাবে? উত্তরে পিয়া বলেন, কাজের প্রতি যে আবেগ ও দায়িত্ববোধ থেকে নিজেকে তৈরি করেছি। আর দ্রুত ওজন কমানোর বিষয়টি না হয় রহস্যই থাকুক। সবকিছু ঠিক থাকলে সোমবার (৮ মার্চ) চট্টগ্রামে একটি অনুষ্ঠানে যোগ দেব। সেখানেও অ্যারিসকে নিয়ে যাবো।
২০১৪ সালে পূর্বপরিচিত ফারুক হাসান সামীরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন পিয়া জান্নাতুল। সন্তান নেওয়ার জন্য ২০২০ সালটি ছিল তার পছন্দ। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন পিয়া। গত বছর অক্টোবরে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি নিজেই জানিয়েছিলেন এ অভিনেত্রী।
No comments: