ব্র্যাড পিটের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগ তুললেন জোলি
অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের পথ আলাদা হয়েছে ২০১৬ সালে। জোলি বিবাহবিচ্ছেদ চেয়ে মামলা করেন সেবছরই। সেই মামলা এখনও চলছে। তার অন্যতম কারণ, দুই তারকার বিশাল সম্পত্তির ভাগাভাগি এবং তাদের সন্তানদের কাস্টডি-সংক্রান্ত জটিলতা।
সমাধানের বদলে দিনে দিনে যেন আরও জটিল হচ্ছে এই মামলা। সম্প্রতি নতুন মোড় নিয়েছে মামলাটি। ব্র্যাড পিটের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগ তুলেছেন জোলি।
‘হলিউড নাও’ এর সূত্রে জানা গেছে, ১২ মার্চ কিছু অভিযোগপত্র আদালতে জমা দিয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি। সেখানে ‘ম্যালেফিশেন্ট’ অভিনেত্রী বলেছেন, তিনি পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন এবং তার কাছে যথেষ্ট প্রমাণও আছে এই অভিনেতার বিরুদ্ধে।
ছয় সন্তানের অনুরোধে ২০১৪ সালের ২৩ আগস্ট ব্র্যাড ও অ্যাঞ্জেলিনা জোড়া লেগে আনুষ্ঠানিকভাবে হয়েছিলেন ব্র্যাঞ্জেলিনা। দুই বছর পরই তারা আলাদা হয়ে যান।
২০১৬ সালে করা বিচ্ছেদের আবেদন করেন জোলি। পিট তাদের সন্তানদের গায়ে হাত তুলেছেন, এ অভিযোগেই বিচ্ছেদ চেয়েছিলেন জোলি। বিচ্ছেদের সঙ্গে ছয় সন্তানের অভিভাবকত্বের অধিকারও চেয়েছিলেন জোলি।
২০১৮ সালের ১১ নভেম্বর সন্তানদের যৌথ কাস্টডি নিয়ে নতুন চুক্তিপত্র তৈরি হয়, যেটাতে সম্মতি নেই জোলির। পিটও সন্তানদের সমান অভিভাবকত্ব চাইলেও সন্তানদের অভিভাবকত্বের ভাগ দিতে রাজি নন জোলি।
No comments: