কলম্বিয়ায় সড়কে ঝরল তিনজনের প্রাণ
কলম্বিয়ায় একটি প্রাইভেটকার খাদে পড়ে পানামার কূটনীতিকসহ অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০২ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
স্থানীয় গণমাধ্যম জানায়, কূটনীতিকবাহী গাড়িটি বেপরোয়া গতিতে ফ্রিও নদী পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
উদ্ধারকর্মীরা ঘটনাস্থলেই তিনজনের মরদেহ উদ্ধার করেন।
এ সময় কয়েক ঘণ্টার চেষ্টা চালিয়ে জীবিত অবস্থায় গাড়িটির আরও দুই আরোহীকে উদ্ধারে সক্ষম হন তারা।
এদিকে দুর্ঘটনায় বিদেশি কূটনীতিকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
Tag: English News lid news world
No comments: