নিউজিল্যান্ডে টি-টুয়েন্টি সিরিজে খেলবেন না তামিম
ব্যক্তিগত কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে খেলবেন না ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। টাইগার ওপেনার ইতিমধ্যে কোচ ও টিম ম্যানেজমেন্টকে সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।
ওয়ানডে সিরিজ শুরুর আগে বৃহস্পতিবার অনলাইন সংবাদ সম্মেলনে টি-টুয়েন্টি প্রসঙ্গে তামিম বলেন, ‘ব্যক্তিগত কারণে আমি টি-টুয়েন্টি সিরিজে থাকছি না। তবে দলের প্রতি শুভ কামনা থাকবে।’
শনিবার ডানেডিনে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। শুরুর আগে চোটে পড়া তামিম জানিয়েছেন, প্রথম ম্যাচে তার মাঠে নামা নিয়ে তেমন শঙ্কা নেই। টাইগার ওপেনার শনিবার খেলতে আশাবাদী।
ওয়ানডে সিরিজ শেষে কিউইদের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। দুই সংস্করণে ৬ ম্যাচের জন্য বাংলাদেশ ২০ সদস্যের স্কোয়াড নিয়ে নিউজিল্যান্ড গেছে। তামিমের জায়গায় কাউকে নেয়া হবে কিনা সেটি এখনো নিশ্চিত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
Tag: English News games
No comments: