চীনা দূতাবাস প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধুর ম্যুরাল উপহার দিয়েছে
চীনের রাষ্ট্রদূত আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পিতলের তৈরি একটি বঙ্গবন্ধুর ম্যুরাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিয়েছেন।
চীন দূতাবাসের পক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তার সরকারি গণভবনে বাসভবনে সৌজন্য সাক্ষাতকালে প্রধানমন্ত্রীর হাতে ম্যুরালটি তুলে দেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম পরে সাংবাদিকদের ব্রিফ করেন।
চীনের রাষ্ট্রদূত তাৎক্ষণিকভাবে ব্যবহারের জন্য বাংলাদেশকে করোনাভাইরাস ভ্যাকসিনের এক লক্ষ ডোজও প্রদানের আগ্রহ ব্যক্ত করেন। তিনি চীনা প্রেসিডেন্ট জিং জিনপিন এর শুভেচ্ছাও প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন।
প্রধানমন্ত্রী মহান নেতা বঙ্গবন্ধুর ম্যুরাল দেওয়ার জন্য চীনা দূতাবাসের নিদর্শনের প্রশংসা করেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এ সময় উপস্থিত ছিলেন।
Tag: English News politics world
No comments: