ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছে ১৫ হাজার ১৩৮ কোটি টাকা
চলতি বছরের ফেব্রুয়ারিতে ১৭৮ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। যা বাংলাদেশি মুদ্রায় ১৫ হাজার ১৩৮ কোটি টাকার বেশি (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)। সোমবার (০১ মার্চ) এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক। ২০২০ সালে ফেব্রুয়ারি তুলনায় ১৮ শতাংশ বা ৩২ কোটি ৮৪ লাখ ডলার বেশি পাঠিয়েছেন। ২০২০ সালে ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ১৪৫ কোটি ডলার।
করোনা মহামারির মধ্যেও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে নেতিবাচক প্রভাব পরেনি। এতে বাংলাদেশের অর্থনীতির ভিত মজবুত হচ্ছে।
ধর্মীয় অনুষ্ঠানে মা-বাবা, মেয়েকে অপহরণের পর ধর্ষণ করল আকাশ
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) রেমিট্যান্স এসেছে ১ হাজার ৬৬৮ কোটি ৭২ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় এক লাখ ৪২ হাজার কোটি টাকা)।
Tag: English News lid news national
No comments: