Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ড্রেস কোড না মানায় ওসি প্রত্যাহার




জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে ত্রুটিপূর্ণ পোশাক পরায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক তাকে প্রত্যাহার করেন। আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘কাটাখালীর ওসির পোশাকে একটু সমস্যা ছিল। সে কারণে তাকে প্রত্যাহার করে আরএমপির পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ওইদিন রাতেই তিনি থানা ছেড়ে পুলিশ লাইনে যান।’ আরএমপি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে ওসি জিল্লুর রহমান পবা উপজেলা পরিষদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যান। তখন তার পরনে ছিল টিউনিক। এর ভেতরে তিনি সাদা শার্ট ও টাই পরেন। এ ছাড়া মাথায় তিনি ফ্লিড ক্যাপ পরেন। এতে পুলিশের ড্রেস কোড মানা হয়নি। এসব ড্রেস পরা অবস্থায় ওসি ফেসবুকে ছবি আপলোড করেন। বিষয়টি পুলিশ সদর দপ্তরের নজরে আসে। এরপর তাকে প্রত্যাহার করার জন্য নির্দেশনা দেয়া হয়। সে মতে রাতেই ওসিকে থানা থেকে প্রত্যাহার করা হয়। কাটাখালী থানায় এখন দায়িত্বে আছেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মতিয়ার রহমান। তিনি বলেন, ‘স্যারের পোশাক নিয়ে সমস্যা হয়েছিল। তাই তাকে ক্লোজড করা হয়েছে। রাত ৮টার দিকে তিনি থানা ছেড়েছেন।’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply