রাশিয়ায় বিরোধীদের সম্মেলন ভেঙে দিয়েছে পুলিশ
। শনিবার মস্কোয় আটক করা হয় ২ শতাধিক নেতাকর্মীকে।
নিরাপত্তা বাহিনীর দাবি, করোনা বিধি না মানায় নেয়া হয়েছে এ পদক্ষেপ। একটি হোটেলে আয়োজন করা হয়েছিল বিরোধীদের ওই সম্মেলন। সেপ্টেম্বরের নির্বাচনকে সামনে রেখে কৌশল নির্ধারণে মিলিত হন নেতাকর্মীরা। সম্মেলনের পেছনে বিতর্কিত ‘ওপেন রাশিয়া’ দলের হাত রয়েছে বলে দাবি করে নিরাপত্তা বাহিনী। যুক্তরাজ্যে নির্বাসিত পুতিনের অন্যতম প্রতিদ্বন্দ্বী মিখাইল খোদরকোভস্কি গড়ে তোলেন দলটি।
এর আগে দেশটির প্রধান বিরোধী নেতা অ্যালেক্সাই নাভালনির গ্রেফতার ও সাজার জেরে নজিরবিহীন বিক্ষোভ হয় রাশিয়ায়। এরপর থেকেই বিরোধীদের ওপর শুরু হয় ব্যাপক ধরপাকড়।
Tag: English News world
No comments: