মেহেরপুর সদর উপজেলার খােকসা গ্রামে এক অগ্নিকাণ্ডে ১টি গরুর মৃত্যু
হয়েছে, ২ টি গরুসহ মালিক আব্দুল মােমিন (৬৫) আহত হয়েছেন। সোমবার মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গরু খামারি আব্দুল মােমিন জানান,আমি পাশের গ্রাম আমঝুপিতে রাতে সভা শুনে রাত দেড়টার দিকে বাড়ি এসে গরুর খামারে যায়। এসময় গরুগুলােকে খাবার দিয়ে ঘরে ঘুমানাের প্রস্তুতি নিচ্ছিলাম। রাত আনুমানিক ৩টার দিকে খামারে আগুন জ্বলতে দেখে ছুটে গিয়ে দেখি,খামারের রাখা ৩টা গরুর শরীরে আগুন লাগার কারণে ছটফট করছে। আমি গরুগুলাে উদ্ধার করার সময় আগুন আমার শরীরে লেগে আহত হই। পরে প্রতিবেশীরা আমাকে ও গরুগুলাে উদ্ধার করে। তবে তার আগেই ১টি গরু মারা যায়। আহত ২টি গরুকে চিকিৎসক দেয়া হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
Tag: others Zilla News
No comments: