Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » মার্চে ঢাকায় আসছেন দক্ষিণ এশিয়ার ৪ শীর্ষ নেতা




মার্চে ঢাকায় আসছেন দক্ষিণ এশিয়ার ৪ শীর্ষ নেতা বঙ্গবন্ধুর জন্মশত বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ঢাকা এসে অনুষ্ঠানে যোগ দেয়ার পাশাপাশি দক্ষিণ এশিয়ার ৪ শীর্ষ নেতা দ্বিপাক্ষিক বৈঠকও করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি ও মালদ্বীপের রাষ্ট্রপতি ইবরাহিম মোহামেদ সলিহ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে চলতি মাসেই ঢাকায় আসবেন। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গঠিত নিরাপত্তা বিষয়ক উপকমিটির সভা শেষে কমিটির আহ্বায়ক ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, বিদেশি কূটনীতিকদের অনুষ্ঠানে অংশগ্রহণের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিদেশি অতিথিদের যাতায়াতে এবং যেসব হোটেলে তারা অবস্থান করবেন, সেগুলোর ভেতরে ও বাইরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। সব অনুষ্ঠানে গোয়েন্দা নজরদারি থাকবে। অনুষ্ঠানস্থলে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস রাখা হবে। সঙ্গে জরুরি মেডিকেল সাপোর্টও রাখা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরে কোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হবে না। জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ১০ দিনের অনুষ্ঠানে মার্চজুড়েই দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের পদচারণায় মুখর থাকবে ঢাকা।অনুষ্ঠারে যোগ দিতে ১৭ মার্চ আসবেন মালদ্বীপের প্রেসিডেন্ট। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী আসবেন ১৯ মার্চ, ২২ মার্চ আসবেন নেপালের প্রেসিডেন্ট। অতিথিদের মধ্যে শুধু ভারতের প্রধানমন্ত্রী ২৬ মার্চ ঢাকা আসবেন দুদিনের সফরে। আসার কথা রয়েছে ভুটানের প্রধানমন্ত্রীরও। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এছাড়া ভিডিও বার্তা দেবেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, পোপ ফ্রান্সিসসহ বিশ্ব নেতারা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বার্তা নিয়ে ঢাকা আসবে দেশটির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সমন্বয়ের জন্য একটি কন্ট্রোল রুম থাকবে জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, অনুষ্ঠানস্থলে সব ধরনের ইউটিলিটি সেবাও থাকবে। এছাড়া মশক নিধনের ব্যবস্থাও করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে অংশ নিতে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ রাখতে হবে। অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে এখন পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এবং নেপাল ও মালদ্বীপের রাষ্ট্রপতির সফরে আসার কথা রয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply