বলিভিয়ায় একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের বেলকনির রেলিং ধসে পড়ে অন্তত ৫ শিক্ষার্থীর মৃত্যু
হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (০২ মার্চ) এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের বেলকনির রেলিং ধসে পড়লে অন্তত ৮ জন নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই মারা যান ৫ জন।
আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন।
স্থানীয় গণমাধ্যম জানায়, দুর্ঘটনার আগে একদল শিক্ষার্থী বিবাদে জড়িয়ে পড়েছিল। ওই সময় তাদের মধ্যে ধস্তাধস্তির খবর পাওয়া গেছে। তবে ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Tag: English News world
No comments: